ফেব্রুয়ারি ২২, ২০২৩
খলিষখালীতে মুদি দোকান পুড়ে ছাই
![]() খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) ভোর রাতে খলিষখালীর দক্ষিন পাড়া বাজারের মৃত হরিপদ নাথের ছেলে রাম কৃষ্ণ দেবনাথের দোকানে এ ঘটনাটি ঘটে। এতে ঐ ব্যবসায়ীর দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। মুদি ব্যবসায়ী রাম কৃষ্ণ জানান, সোমবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ীতে যায়। এর পর হয়ত বৈদ্যুতিক সর্ট সার্কিটের ফলে মঙ্গলবার ভোর রাতে দোকান আগুন লাগে। পরে এলকাবাসী আমাকে খবর দিলে পরবর্তীতে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি। এরপর ভিতরে গিয়ে দেখি দোকানের মালামাল ও আসববপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার দোকানে মালামাল আগুনে বিনষ্ট হওয়ার কারনে আমি এখন নিঃশ্ব হয়ে গেছি। খলিষখালীর ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ঐ ব্যবসায়ীর প্রায় ৪/৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ মুদি ব্যবসায়ীকে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে তিনি আশ্বস্ত করেন। 6,821,002 total views, 387 views today |
|
|
|