Site icon suprovatsatkhira.com

কয়রায় বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা টহল ফাঁড়ির নলবুনিয়া খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৬ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক ১ টি নিষিদ্ধ ভেশাল জাল ও ১ টি নৌকা সহ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্ব অভিযান চালিয়ে এ সকল নিষিদ্ধ কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ তাদেরকে আটক করে।

আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলা মহেশ্বরীপুর গ্রামের কামরুল ইসলাম (২৬) ও আল আমিন ওরফে হানিফ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে বুধবার সকাল ১০ টায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version