ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ছুটিতে বাড়ি এসে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাজারে যাওয়ার পথে ইট ভাটায় মাটি বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের (কং নং- ১২০৯)মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো: ইমরান হোসেন (২৭)। তিনি উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে। তিনি এক স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক।
নিহত ইমরান পুলিশের কনস্টেবল পদে রাঙ্গামাটি জেলার তগোলছুড়ি থানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার লিয়াকত আলীর দোকানের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানান কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।
নিহতের পিতা মোনায়াম হোসেন বলেন, গত দুই দিন রাঙ্গামাটি তগোলছুড়ি থানা থেকে আগে ১০ দিনের ছুটিতে সে বাড়িতে এসেছে। সকালে সে তার বন্ধু নয়নকে নিয়ে শংকরপুর থেকে পাশর্^বর্তী সিংহনাল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হয়। শংকরপুরের লিয়াকতে দোকানের সামনে তারা পৌছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ওসি বলেন, নিহত পুলিশ কনস্টেবলের লাশের ময়না তদন্ত শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সাথে থাকা আহত নয়ন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।