Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে অবসরপ্রপ্ত সেনা সদস্যের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার কপিলমুনির ফুটবলপ্রেমী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুন্সি আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১ টায় খুলনা নৌবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সকলের প্রিয় এ সাবেক সেনা সদস্য মুন্সি আব্দুর রহমানকে নেয়া হয় প্রিয় খেলার মাঠ কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির প্রাঙ্গণে। প্রিয় ফুটবলার ও প্রিয়ভাইকে একনজর দেখতে খেলার সাথীসহ হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় এক হৃদয় বিদারক অনুভূতি বিরাজ করতে থাকে সকলের মাঝে। সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণের সুবিশাল মাঠেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেয়া হয় নগর শ্রীরামপুর পৈত্রিক নিবাস মুন্সি বাড়িতে।

সেখানে বেলা ১১টায় বায়তুল মামুর জামে মসজিদের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লেখ্য শনিবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতিম্যাচ ফুটবল খেলায় কেকেএসপির পক্ষে খেলায় অংশগ্রহণ করেন তিনি। খেলা চলাকালীন সময়ে বল ঠেকিয়ে গোলে মারতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন ফুটবল প্রেমিক মুন্সি আব্দুর রহমান। তিনি উপজেলার কপিলমুনিস্থ নগরশ্রীরামপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ীর মাওঃ আইনুদ্দিন গাজীর পুত্র ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version