ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
![]() দেবহাটা ব্যুরো : ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল বেলা ১১ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজাউল্লাহ রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটু, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, এসএমসি’র সহ-সভাপতি ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও সংবর্ধিত অতিথি সদ্য বদলীকৃত প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদ্য দায়িত্ব গ্রহণকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) দেবহাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহকারী শিক্ষক এবরান আলী, আকতার রেজা বাবুল প্রমুখ। এসময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, পিটিএ কমিটির সদস্য অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডলকে শিক্ষার্থী, এসএমসি ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে বিভিন্ন উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। 5,926,635 total views, 44 views today |
|
|
|