Site icon suprovatsatkhira.com

ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ আশাশুনিতে ২য় ব্যাচের কোর্স শুরু

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এর ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধিদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে আশাশুনি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ কোর্র্সে উপজেলার ৪টি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণ অংশ নিয়েছেন। ইউনিয়ন ৪টি হলো, শোভনালী, বুধহাটা, কুল্যা ও দরগাহপুর। তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকের দায়িত্বে আছেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উপ পরিচালক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলরা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, উপজেলা প্রকৌশলী নাজিবুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ।
১ম ব্যাচে উপজেলার বাকী ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের অংশ গ্রহণে ৩দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version