ফেব্রুয়ারি ১৯, ২০২৩
আশাশুনির নৈকাটি গ্রামে প্রকাশ্য দিবালোকে চুরি
![]() নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্য দিবালোকে আশাশুনির বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের একটি বাড়িতে চুরি করে পালিয়েছে এক চোর। গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আসাদুল সরদারের বাড়িতে রবিবার (১৯ জানুয়ারি) আনুমানিক সকাল সাতটার সময় চুরির এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আসাদুল সরদারের স্ত্রী আসমা খাতুন জানান, সকালে ঘরে তালা ঝুলিয়ে মেয়েকে প্রাইভেট পড়াতে নিয়ে যাই। এর কিছুক্ষণ পরে শুনলাম কালো মাক্স পরা এক লোক এসে বারান্দা ও ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ ৬ হাজার টাকা এবং দুইটা কানের দুল, চারটা নুপুর, তিনটা আংটি ও দুইটি চুড়িসহ প্রায় দুইভরি স্বর্ণ ও এক ভরির মত রূপা চুরি করে নিয়ে পালিয়েছে। পথিমধ্যে প্রতিবেশী তরিকুল ইসলাম চোরকে দেখতে পেলে তার পিছনে ধাওয়া করে কামালকাটি ব্রিজ পর্যন্ত যায়। কিন্তু অতি ঘন কুয়াশা থাকার কারণে চোরকে ধরতে পারিনি। এ ঘটনায় বুধহাটা ফাঁড়ির ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনাটি নিশ্চিত করেন। 5,944,994 total views, 260 views today |
|
|
|