ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আশাশুনিতে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, দীপঙ্কর বাছাড় দিপু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সভায় পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, রচনা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া ও প্রার্থনা করার সিদ্ধান্ত নেয়া হয়। 5,916,057 total views, 619 views today |
|
|
|