Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পিকেএসএফ এর অর্থ সহায়তা ও খাদ্য উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে পিকেএসএফ এর অর্থায়নে ৬৮০ জনকে নগদ আর্থিক সহায়তা ও ৭০ জনকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে এনজিও উন্নয়ন শোনভনালী কার্যালয় চত্বরে ইমারজেন্সি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইএপি) উন্নয়ন প্রসপারিটি প্রকল্পের আওতায় এ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মুন্সী কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক।
অনুষ্ঠানে ৬৮০ জন অসহায় ব্যক্তিকে ৬ হাজার টাকা করে ৪০ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাদ্য ব্যবস্থার লক্ষ্যে ৭০ শিশুকে ২৫০০ টাকা করে ১ লক্ষ ৭৫ হাজার টাকার সমূল্যের পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপকরণ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version