ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আশাশুনিতে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি !
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১৫৬ নং পূর্ব কামালকাটি স্কুলের জিসান আহমেদ নামের এক ছাত্র।
তবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের রোল নম্বর শীটে দেখা গেছে এবছর আশাশুনি উপজেলা থেকে ৫৭ পরীক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত হয়েছে। যার মধ্যে ২৯ জন ছাত্রী। অপরদিকে ৬৭ জন ছাত্র/ছাত্রী সাধারণ বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৩৪ জন ছাত্রী। কিন্তু দুঃখের বিষয় হলো ট্যাল্টেপুলে প্রাপ্ত রোল নম্বর ৭৭ (নাম জিসান আহমেদ, পিতা- মোঃ জাকির সরদার, পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়) পরীক্ষায় অংশ না নিলেও তাকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত দেখানো হয়েছে।
ক্লাস্টার অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাল্ট সীটে ৭৭ নং ক্রমিক রোলের শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। কিভাবে পেয়েছে বলতে পারব না। প্রিন্টিংয়ের সমস্যা হতেও পারে। তবে পরীক্ষার প্রকাশিত ফলাফল বোর্ড থেকে বাতিল করা হয়েছে। 8,575,889 total views, 3,659 views today |
|
|
|