Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফোরামের সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন- দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরুপ প্রভাব পড়েছে। বর্ষা মৌসুমে এসব এলাকায় বছরে একাধিক বার মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। ফলে ভুক্তভোগী মানুষ অন্যত্র চলে যাচ্ছে। তাই আসন্ন বাজেট অধিবেশনে উপক‚লীয় উপজেলা গুলোতে বিশেষ বরাদ্দের দাবী করেছেন বক্তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version