Site icon suprovatsatkhira.com

¯øুইস গেট পরিদর্শনে পাইকগাছা পৌর মেয়র

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ১৬নং পোল্ডারে পাইকগাছা পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্তে বয়রা ¯øুইস গেট দিয়ে প্রতিনিয়ত লবন পানি উঠানামা করে। লবণ পানি পোল্ডারের ভিতরে প্রবেশ করে গেটের খাল দিয়ে এ পানি গদাইপুর ইউনিয়নসহ পৌরসভার মধ্যেও প্রবেশ করে। যা নিয়ম বহির্ভূত। এজন্য পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু শুক্রবার বিকালে বয়রা ¯øুইস পরিদর্শন করেন। পরিদর্শকালে তারা বলেন, পৌরসভার প্রবেশদার দিয়ে লোনাপানি উত্তোলনের স্থানটি (প্রবেশদার) বন্ধ করে দেওয়া হবে এবং কেউ যদি ঘেরে নিয়ম ভঙ্গ করে পানি উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে পৌর নিয়মে আইনআনুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এসময়ে পাউবোর উপ সহকারী প্রকৌশলী রমিত হোসেন মনি, গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষে আবু হাসান মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এফ এম বদিয়ার, আলাউদ্দীন রাজাসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। ¯øুইস গেট দিয়ে পানি উঠা না উঠার ব্যাপারে শনিবার সকালে গ্রাম এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। পাউবোর উপ সহকারী প্রকৌশলী রমিত হোসেন মনি জানান, কোথাও ধান চাষ হয়ে থাকলে তা হলে পোল্ডারের ভিতরে লবণ পানি উত্তোলন করতে দেয়া হবে না। শনিবার সকাল সাড়ে ৭টায় সরল দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ে ধান চাষী ও মাছ চাষীদের উপস্থিত থাকতে পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর আহŸান জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version