জানুয়ারি ১২, ২০২৩
সাতক্ষীরা আদালতের গারদে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধ আসামির হাসপাতালে মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: আদলতের গারদে অসুস্থ হওয়া এক বৃদ্ধ আসামির হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক স্মৃতিভা দাস তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সোলায়মান সরদার (৮২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সনাতনকাটি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে।
মৃতের দুই সন্তান জানান, বাবা সোলায়মান সরদারসহ তাদের ছয় জনের বিরুদ্ধে একটি মামলায় আদালত সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আশাশুনি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বুধবার দিবাগত রাত একটার দিকে সোলায়মান সরদারসহ ৩ জনকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক শেখ মাহমুদ জানান, গারদের মধ্যে অসুস্থ হয়ে পড়লে গ্রেপ্তারি সোলায়মান সরদারকে দুপুর আড়াইটার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে দুইটা ৪০ মিনিটে তিনি জরুর্রী বিভাগে মারা যান।
সাতক্ষীরা জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্মৃতিভা দাস জানান, জরুরী বিভাগে নিয়ে আসা মাত্রই তিনি মারা গেছেন। তবে কিভাবে মারা গেলেন সে সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চাননি। 8,644,942 total views, 1,294 views today |
|
|
|