জানুয়ারি ১৫, ২০২৩
শ্যামনগরে সুপেয় পানির প্লান্টের উদ্বোধন
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানি সরবরাহ প্লান্টের শুভ উদ্বোধন ও দুই দিন ব্যাপী পানি উৎসব শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু। প্রথম দিনের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এডভাইজার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম, মারুফ বিল্লাহসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্য সদস্যাবৃন্দ, বন্ধু ফাউন্ডেশনের শ্যামনগর ইউনিটের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ ও মাষ্টার মঈনুল ইসলামের সঞ্চলনায় ১ম দিনে সুপেয় পানি সরবরাহ প্লান্টের শুভ উদ্বোধন, নজরুল সংগীত, কবিতা আবৃতি, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, কাবাডী খেলা প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানি উৎসব অনুষ্ঠানে কয়েক স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী চারা, পিঠা তৈরী ও বন্ধু চলা প্রদর্শনী করানো হয়। এ প্লান্টের ফলে লবানাক্ত এলাকায় উপকূলবাসীর সুপেয় ও নিরাপদ পানির চাহিদা অনেকটা লাঘব হবে। নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ গত বন্ধু চুলা স্থাপন ও বৃক্ষ রোপণে সংস্থাটি কাজ করায় এলাকাবাসী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 8,581,909 total views, 9,679 views today |
|
|
|