জানুয়ারি ২২, ২০২৩
পাটকেলঘাটায় রাতের আধারে জমি জবর-দখল!
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ভারসায় রাতের আধারে দখলীয় সম্পত্তি পাটখড়ি দিয়ে দায়সারা ঘর নির্মাণ করে জবর-দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহমুদা খাতুন বেদখলীয় জমি উদ্ধারে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে মৃত করিম বক্সের ছেলে মৃত সালাউদ্দিন তার জীবদ্দশায় পৈত্রিক সম্পত্তির অংশিদার স্বীয় বোন রাশিদা খাতুনের কাছ থেকে ভারসা মৌজার জে এল নং ৩৯ এস এ খতিয়ান ৩৪৩ এর ৫৪৮দাগের(হাল দাগ ৫১৫) ৬ শতকসহ বিভিন্ন দাগ থেকে তার প্রাপ্ত ২৩ শতক সম্পত্তি ৯২২/১২ নং দলিল মুলে ক্রয় করিয়া ০২/০৯/২০১২ইং তারিখ হইতে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছিল। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার সময় রমজান, নাজমুল, শাহিনুর, শহিদুলসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া জোরপূর্বক পাটখড়ি দিয়া ঘর নির্মান করিতে থাকিলে ভুক্তভোগী ৯৯৯ এ ফোন করিলে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এ এস আই হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগীকে নিরাপত্তার কারনে ঘরের বাহিরে থাকতে নিষেধ করেন। জমি জবর-দখলের বিষয়ে জানতে চাইলে রমজান আলি ও তার ছেলে এই প্রতিনিধিকে জানান আমরা জমি ক্রয় করেছি তাই দখল নিয়েছি। এ বিষয়ে এ এস আই হান্নান এই প্রতিনিধিকে জানান আমি ঘটনাস্থলে যেয়ে কাউকে না পেয়ে নিরাপত্তার কারনে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দেই। 8,552,325 total views, 2,931 views today |
|
|
|