জানুয়ারি ২৬, ২০২৩
নির্মাণাধীন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন বর্ষার আগেই আশাশুনির ক্ষতিগ্রস্থ সকল বেড়িবাঁধের কাজ শেষ করার তাগিদ
সমীর রায়, আশাশুনি : আশাশুনির প্রতাপনগরে খোলপেটুয়া নদীর নির্মাণাধীন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ৪ হাজার বস্তা রেডি থাকলেও বাঁধে না দেওয়ায় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকল্প রিং বাঁধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন এলাকাবাসী। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ জানান, গত সোমবার রাতে খোলপেটুয়া নদীর অস্বাভাবিক জোয়ারে হরিশখালি ¯øুইসগেট সংলগ্ন এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। ভাঙনে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সংবাদ পেয়ে সংশ্লিষ্ট এলাকার দুই শতাধিক মানুষ সাথে নিয়ে বেড়িবাঁধ এলাকায় গিয়ে কান্ট্রি সাইটের ¯েøাবের গা ঘেঁষে মাটি ও বস্তা দিয়ে প্রাথমিকভাবে সামাল দেওয়া হয়েছে। ওই রাতেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার সাহেব কে অবহিত করলে পরদিন মঙ্গলবার দুপুরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বিকল্প রিং বাঁধ দেওয়ার পরিকল্পনা করেছেন। সে মোতাবেক বস্তা ডাম্পিংয়ের কাজ চলছে।
এস ও আলমগীর হোসেন জানান- বাঁধটি ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিদ জিও টেক্সটাইল এর মালিক সুজাউদ্দীনের অধীনে কাজ চলমান রয়েছে। গত সপ্তাহে আমরা ৪ হাজার জিও ব্যাগ গণনা করে ডাম্পিং করার জন্য বলা হয়েছে। কিন্তু তারা সময়মতো কাজ না করায় এ সংকট দেখা দিয়েছে। আমরা বিকল্প রিং বাঁধ দেওয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে নদী ভাঙন রোধে বস্তা ডাম্পিংয়ের কাজ চলছে। আপাতত ভাঙনের কোন ভয় নেই। 8,578,630 total views, 6,400 views today |
|
|
|