জানুয়ারি ১৪, ২০২৩
কলারোয়ায় বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া সার দিশেহারা কৃষক
নিজস্ব প্রতিনিধি: ইরি বোরো মৌসুম শুরুতেই কলারোয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে ইউরিয়া সার। ফলে সারের দাম নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষুদ্র ও প্রান্তিক ইরি বোরো চাষিরা। তথ্যানুসন্ধানে জানা গেছে, নিজেদের জন্য সারা বছরের চাল সংগ্রহে রাখাতে কৃষকরা ২/৩ বিঘা জমিতে ইরি ধানের চষ করে থাকেন। অনেকেই জমি বরগা নিয়ে চষাবাদ করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকেন। সাধারণত এসব কৃষকরা খুচরা রাসায়নিক সার ক্রয় করে জমি আবাদ করে আসছেন। গত ১৫ দিন ধরে উপজেলার হাট বাজারগুলোতে সব ধরনের রাসায়নিক সার সরকার নির্ধারিত মূলের চেয়ে ৩ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কলারোয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান জানান, তিনি ইরি ধানের বীজ তলায় সার প্রয়োগের জন্য জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের ৭ টি দোকানে যেয়েও সরকার নির্ধারিত দামে সর ক্রয় করতে পারেননি। সরকার নির্ধারিত ইউরিয়া সারের মূল্য ২২ টাকা কেজি হলেও তাকে ২৫ টাকা কেজি দরে সার ক্রয় করতে হয়েছে। সার ব্যবসায়ীরা তাকে জানান, তারা বিসিআইসি ডিলারদের নিকট থেকে বেশি দামে সার ক্রয় করছেন। ফলে তারাও বেশি দামে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। উপজেলার গয়াড়া গ্রামের কৃষক সালাউদ্দীন বলেন, এ বছর ১০ বিঘা জমিতে ইরির আবাদ করার আশা করেছেন। ডিলাররা ইউরিয়া সারের দাম বাড়ালে আবাদ করা তার পক্ষে সম্ভব নয়। কয়েক দিন ধরে উপজেলার সরসকাটি, খোরদো, বামনখালী, দেয়াড়া বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে সারের দাম বৃদ্ধির অভিযোগ তুলছেন চাষিরা। 8,571,165 total views, 9,870 views today |
|
|
|