জানুয়ারি ১৯, ২০২৩
অর্ধ-বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা পৌর এলাকার নির্বাচিত ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিউনিটি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাস্তচ্যুত জনগোষ্ঠীর অধিকার আদায়ের (সিএমআরজি) ৫টি দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটি অর্ধ-বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যক্তিদের প্রতিক‚ল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আক্তার। টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ এনামুলের উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প অফিসার-লাইভলিহুড এবং ট্রেনিং মোঃ এনামুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর বৃষ্টি খাতুন, প্রশান্ত কুমার গাইন প্রমুখ। সভায় প্রকল্পের আওতায় ৫টি কলোনির ১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলগামী ছাত্র/ছাত্রীদের ঝরে পড়া রোধ এবং স্কুলে নিরাপদ পানি পান করাসহ তাদের পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও হাত ধোয়ার উপর বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়াও প্রকল্পের মাধ্যমে অত্র বিদ্যালয়সমূহে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে তার পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। 8,643,393 total views, 8,392 views today |
|
|
|