Site icon suprovatsatkhira.com

সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি: ভোগান্তিতে এলাকাবাসী

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার রাড়ুলীর জনগুরুত্বর্পূণ একটি সড়করে মাঝে বৈদ্যুতিক খুঁটির কারণে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। সড়করে উপর স্থাপতি ৩টি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি র্কতৃপক্ষরে নকিট জোর দাবি জানয়িছেনে এলাকাবাসী। দেখা গেছে, উপজলোর রাড়ুলী ইউনয়িনরে ষষ্ঠীতলা বাজার সংলগ্ন সুধই মোড়লরে বাড়ী হতে গোলদার, গাজী ও দায়পাড়া হয়ে বোরহানপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় পর্যন্ত ১.৭ কেিলামটিার ইটরে রাস্তা রয়েছে।

রাস্তাটি দেখভাল করে থাকে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি জনগুরুত্বর্পূণ এ সড়করে মাঝ বরাবর মৃত আলমি শেখের বাড়ীর সামনে সড়করে উপর একটি এবং জব্বার ঠিকাদারের বাড়ীর সামনে বিদ্যুৎ এর ৩টি খুঁটি রয়ছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব মুহাঃ কওসার আলী গাজী জানান, অত্র সড়ক এলাকায় রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুন হামদ জামে মসজদি, আল-হিরা দারুল কুরআন মাদ্রাসা, আল-হিরা স্বতন্ত্র ইবতদোয়ী মাদরাসা, কাতার চ্যারিটি সোলার পানি সরবরাহ প্রকল্প, দুটি সরকারি প্রাথমকি বদ্যিালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া অত্র এলাকার শত শত মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু সড়করে মাঝ বরাবর বিদ্যুৎ এর খুঁটি থাকায় বড় ধরণরে কোন যানবাহন এবং মালবাহী কোন বাহন যেতে পারে না। এছাড়া প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। সড়কে সুন্দর যাতায়াতরে জন্য ৩টি খুঁটি সরিয়ে নেওয়া উচিত। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপেুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী জানান, এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন পেলেই খুঁটি গুলো সরিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version