জানুয়ারি ৯, ২০২৩
সাতক্ষীরায় ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে পথসভা
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভুমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারসহ ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরার আলাউদ্দীন চত্বরে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে জেলার তিন সংগঠন জেলা ভূমিহীন সমিতি, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও দলিত পরিষদ এর যৌথ ব্যানারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, নদীর ধারে বসতি ভূমিহীন উচ্ছেদ করার আগে ভূমিহীনদের ক্ষতিপূরণ দিয়ে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, ভূমি অফিস গুলোতে দালাল চক্র পরিণত হয়েছে। ভূমি অফিসে সেবা নিতে দালাল ছাড়া ভূমি অফিসের কর্মচারীরা ভূমি সেবা দিতে চান না। ভূমি অফিসে ঘুষ ছাড়া জমির নাম জারি হয় না কর্মচারীরা। বেশিরভাগ অসহায় সাধারণ মানুষ গুলো ভূমি সেবা থেকে হয়রানি পায়। অবিলম্বে ভূমি অফিসে দুর্নীতি ও দালাল চক্র হটাতে হবে। বেশিরভাগ মামা খালুর ভাইয়ের আতœীয় স্বজনের লোকজন মুজিববর্ষ গৃহহীন ঘর পেয়েছেন। মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভূমিহীনরা পায়নি। অধিকাংশ ভূমিহীনরা এই ঘরের তালিকা থেকে বাদ পড়েছে। ভূমি অফিস যাদেরকে মুজিববর্ষ ঘর দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ লোকজন ওই গৃহহীন ঘরে বসবাস করে না। অবিলম্বে ভূমিদস্যুদের দখলকৃত সরকারি খাস জায়গা গুলো উদ্ধার করে আশ্রয় প্রকল্প আওতায় মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন করতে হবে। দলিত সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ সুবিধাভোগী থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে তাদেরকে পুনর্বাসনসহ সরকারি উপকারিতা ভোগী দিতে হবে। পরিবেশ অফিসকে ম্যানেজ করে জেলার বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি, ধান গবেষণা অফিস ও ঘনবসতি ঘরবাড়ি এলাকায় ইটভাটা ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে। অবিলম্বে এসব স্থানে ইটভাটা গুলো বন্ধ করতে হবে। সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকায় বেতনানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা সংস্কারের ঠিকাদারের কাছে বিক্রি করছেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় পথসভায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, এড. খগেন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌরপদ দাস, ভূমিহীন নেতা ইউসুফ আলী সরদার, জিএম রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল, ইসলাম, আরমান আলী, ইউসুফ, ভুমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, ময়না, শাহানারা খাতুন রিনা প্রমুখ। 8,645,407 total views, 1,759 views today |
|
|
|