সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেপ্তার করায় খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ)’র নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেআরইউ’র আহŸায়ক গৌরাঙ্গ নন্দী ও সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামান পপলু এক বিবৃতিতে বলেন, “একজন সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে তবে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু তাই বলে, একজনকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ সময় কোথায় আছে তা তার স্বজনদের না জানানো এবং আদালতে সোপর্দ না করা খুবই উদ্বেগের বিষয়।
সাতক্ষীরায় কর্মরত দীপ্ত টেলিভিশন ও বাংলা ৭১-এর জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার ৭ ঘণ্টা পর থানায় সোপর্দ করা হয়েছে বা থানা স্বীকার করেছে। এরপর নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি অস্বচ্ছ, তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাই।”- খবর বিজ্ঞপ্তি