শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গেøাবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে ৫দিনের ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোটারি গেøাবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন ইংরেজি শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দার ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার শিক্ষা বিষয়ক পরামর্শক কেএস ইসলাম।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষকরা হলেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জিল্লুর রহমান, মোরারি মোহন সরদার, মিসেস কামরুন নাহার, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মো. আলমগীর কবির, বি এম শহিদুল ইসলাম, মো. জিয়াউর রহমান, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের স›দ্বীপ কুমার গায়েন, ব্রজেন্দ্র নাথ মন্ডল, গোবিন্দ চন্দ্র মন্ডল, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের জি এম আলমগীর হোসেন, গোবিন্দ প্রসাদ বৈদ্য, মিনতি রানী মন্ডল, ত্রিপানি বিদ্যাপীঠের মো. আব্দুল্লাহ আল মামুন, নির্মল কুমার মন্ডল, অনাদি কুমার মন্ডল। এছাড়া ভাব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের অধীনে ৩টি মাদ্রাসা থেকে ৩জন ইংরেজি শিক্ষক অংশ গ্রহণ করেন। মাদ্রাসার শিক্ষকরা হলেন চালিতাঘাটা সিদ্দিকীয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মরিয়ম খানম, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার মো. ইয়াসিন আলী ও রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার মো. ইমরান বাহার। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম ও কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন।