শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের ১২২নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। মামলা নং ৩৪/২০২৩(শ্যামঃ)। সাতক্ষীরার বিজ্ঞ শ্যামনগর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার খোলপেটুয়া গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে আল মামুন। তিনি বিদ্যালয়টির নব-নির্বাচিত সভাপতি দাবিতে দায়িত্ব বুঝে না দেওয়ার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেনকে বিবাদী করে মামলাটি দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আল মামুন সভাপতি নির্বাচিত হলেও তা বহাল না করা ও কার্যক্রম করতে না দেয়া হচ্ছে না। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের বিধি /নির্বাচনী তপসীল ২৭ নভেম্বর ২০২২ অনুসারে এসএমসির নীতিমালার আলোকে আল মামুন সভাপতি নির্বাচিত হন। সদ্য নিয়োগ পাওয়া কমিটি কোন ভাবে বিলুপ্ত না করে তাদের দায়িত্ব বুঝে পেতে চান নব্য কমিটি।
নব্য সভাপতি তার যথাযথ দায়িত্ব বুঝে পেতে এবং বিবাদীপক্ষ বেআইনী ভাবে নতুন কোন সিদ্বান্ত না নিতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে অপর একটি পক্ষ তাকে বিব্রতকর অবস্থায় ফেলতে অপচেষ্টা করছে। সেহেতু বিষয়টি নিয়ে বিলম্বিত হচ্ছে। তবে বিজ্ঞ আদালত যে নির্দেশনা দিবে তা মেনে নিতে বাধ্য হবো। মামলাটির পরবর্তী ধার্য্য তারিখ চলতি বছরের ২০ মার্চ।