Site icon suprovatsatkhira.com

শিবগঞ্জে সাব রেজিষ্ট্রারকে লাঞ্চিত এবং হামলার প্রতিবাদে সাতক্ষীরায় কর্মবিরতী

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সাব রেজিষ্ট্রার ইউসুফ আলীকে লাঞ্চিত এবং তার উস্কানীতে হামলার প্রতিবাদে প্রতিবাদ ও কর্মবিরতী কর্মসূচী পালন করছে সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর ডাকা কর্মসূচির অংশ হিসেবে ১১ জানুয়ারি বুধবার সকাল থেকে সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্ম বিরতী পালন করছে।

প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রার ইউসুফ আলীকে ১০ জানুয়ারি এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত শারিরীকভাবে লাঞ্চিত করে, মোবাইল ছিনিয়ে নেয় এবং উস্কানী দিয়ে দুবৃত্তদের সহযোগিতায় মারপিট করে মারাত্মকভাবে আহত করে। অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতী ডাক দেয় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাতেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version