জানুয়ারি ২৫, ২০২৩
বুধহাটা মাদ্রাসায় সেঞ্চুরি একাডেমির শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা সেঞ্চুরি একাডেমির “হাসিমুখ” এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে মাওলানা সালিম উদ্দীন, আশরাফুল ইসলাম, হাফিজুল ইসলাম, ইমাদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবু, শাহিন আলমসহ হাসিমুখের প্রতিনিধি শেখ আবু ওয়াহিদ ও আমির খান ইজাজ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ১৬ জন এতিম অসহায় শিশুর মাঝে শিতবস্ত্র বিতরন করা হয়। সেঞ্চুরী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে। আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরণের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশি উপকৃত হবে। সেঞ্চুরি একাডেমি অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীসহ সকল মানুষের পাশে থেকে কাজ করে যাবে। 8,577,830 total views, 5,600 views today |
|
|
|