নিজস্ব প্রতিনিধি: যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নামক স্থানে এ ঘটনা ঘটে।
হাসপতালে ভর্তি আহত সদর উপজেলার বকচরা গ্রামের হাবিব হোসেন (৩৬) জানান, যাত্রিবাহী লোকাল বাসে (যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭) চড়ে অন্য যাত্রীর মতো তিনি সাতক্ষীরায় ফিরছিলেন। বিকাল ৪ টার দিকে সামনের চাকা বিকট শব্দে পাঞ্চার হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার নীচে খাদের পানিতে উল্টে পড়ে যায়।
পরে খবর পেয়ে পাশর্^বর্তী সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি টহল দল দ্রæত ঘটনাস্থলে যেয়ে উদ্ধার কাজ শুরু করে। দূর্ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৪ জন নারী ও একটি শিশু রয়েছে। তার মতো আহত যাত্রীরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে উক্ত রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।