Site icon suprovatsatkhira.com

পাবলিক স্কুলে দুইদিন ব্যাপী পিঠা উৎসবের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল সাতক্ষীরা পাবলিক স্কুলের দুইদিন ব্যাপি পিঠা উৎসব। মঙ্গলবার ২৪ জানুয়ারি সাতক্ষীরা পাবলিক স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ পিঠা উৎসব শুরু হয়। পিঠা উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শতাধিক পদের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করেন। শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিনতে দেখা যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স জানান, করোনার পর এবারই প্রথম এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের আমরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠা-পুলি তৈরি করা শেখাতে পারছি। বুধবার দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version