নিজস্ব প্রতিবেদক : ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্য ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা আনসার কমান্ডার মোরশেদা খানম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, সহকারী কমিশনার সজিব তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আজম, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, নুসরাত জাহান অনন্যা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ফিরোজ আহমেদ, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, ইমামসহ সরকারি, বেসরকারি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।