Site icon suprovatsatkhira.com

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরশাদ আলী (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে দু’টি আঙুল ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। গত শুক্রবার সকালে এ মারপিটের ঘটনা ঘটে। আহত আরশাদ আলী দক্ষিন কুলিয়া গ্রামের মৃত নঈমউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্ত্রী আফরোজা খাতুন জানান, কুলিয়ার পাতনার বিলে তাদের পৃথক দু’টি মৎস্য ঘেরে রয়েছে। ঘেরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের মৃত ধুরো বৈদ্য’র ছেলে কাশেম বৈদ্যসহ ওই পরিবারের অন্যান্যদের সাথে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি তার স্বামী আরশাদ আলী তাদের মৎস্য ঘের খনন করে খননকৃত মাটি ট্রলিযোগে অন্যত্র স্থানান্তরের কাজ শুরু করে। শুক্রবার সকালে তাদের ঘেরের খননকৃত মাটি স্থানান্তরে বাঁধা সৃষ্টি করে প্রতিপক্ষ কাশেম বৈদ্য, তার দুই বোন ফরিদা ও নাসিমা, স্ত্রী জোহরা খাতুন ও ভাগ্নে শাকিল হোসেন। এনিয়ে আরশাদ আলীর সাথে প্রতিপক্ষদের কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা আরশাদ আলীকে তার ঘেরের বেড়িবাঁধের ওপর ফেলে বেধড়ক মারপিট শুরু করে। এতে আরশাদ আলীর হাতের দু’টি আঙুল ভেঙে যায় এসব শরীরের বিভিন্নস্থানে জখম হয়। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ কাশেম বৈদ্যসহ হামলায় জড়িত ৫ জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতের পরিবারের দায়েরকৃত অভিযোগটি তদন্ত পরবর্তী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দ্ল্লুাহ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version