Site icon suprovatsatkhira.com

দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহবানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়।

দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে এবং জনগণকে নৌকা প্রতীকে ভোট দিতে উদ্বুর্দ্ধ করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা যে উন্নয়ন করেছি এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ইনশাল্লাহ জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করবে।” বর্ধিত সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. আসাদুজ্জামান অসলে, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বাশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, আলহাজ্ব আনসার আলী, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, এডভোকেট সামিউল ফেরদৌস পলাশ, গনেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মহাসীন কবীর পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. আব্দুল জলিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শাহজাহান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, শ্রম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল হামিদ, সাংগঠনিক বিষয়ক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, উপ-দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রহমত আলী, কোষাধ্যক্ষ জিএম আমির হামজা, নির্বাহী সদস্য ডা. মশিউর রহমান ময়ুর, মহাদেব চন্দ্র ঘোষ, মো. রমজান আলী বিশ^াস, এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, মো. শামছুর রহমান, মো. আবুবক্কর সিদ্দীক, মো. মিজানুর রহমান বাবু সানা, ওবায়দুর রহমান লাল্টু, মো. ওবায়দুল হোসেন মানিসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করার আহবান জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version