জানুয়ারি ৩১, ২০২৩
তালায় দলিত ছাত্রীদের উপবৃত্তি প্রদান
তালা প্রতিনিধি : তালায় কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত ৬৭জন ছাত্রীর মাঝে মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, সংস্থার লেটারেসি প্রকল্পের আওতায় ও দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায় এউপলক্ষ্যে এক অনুষ্ঠান সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সজিব কুমার দাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। দলিত’র প্রকল্প কর্মকর্তা বিপ্লব দাসের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত’র নেপাল দাস, উপকারভোগী ছাত্রী স্বপ্না দাস, জয়ন্তী দাস, সুমাইয়া খাতুন ও আফরোজা মীম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত তালা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠির ৬৭জন মেধাবী ছাত্রীকে মাসিক শিক্ষা উপবৃত্তি সহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, শিক্ষা ও ক্যারিয়ারের উন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়। 8,573,253 total views, 1,023 views today |
|
|
|