Site icon suprovatsatkhira.com

তালায় কপোতাক্ষ নদ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : নদী বাঁচলে আমরা বাঁচবো- ¯েøøাগান সামনে রেখে সোমবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে কপোতাক্ষ নদ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম। উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান গাজী, উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইনছাপ মোল্লা, মো. তকিমুজ্জামান, মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গৌর পদ মন্ডল, শফিকুল বিশ্বাস, উত্তরণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জমার্দ্দার, দিলীপ সানা ও গোলাম হোসেন প্রমুখ।

সভায় বলা হয়, কপোতাক্ষ নদের মাগুরা এলাকায় যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সেখানে বর্তমানে নদীর প্রশস্ততা আছে মাত্র ২০ ভাগ, যা নদীর নাব্যতা ও পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয়। এই প্রশস্ততার মধ্যে পিলার স্থাপন করে ব্রিজ নির্মিত হলে নদীর নিষ্কাশন ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরবর্তীতে নদী প্রশস্ত করে খনন কার্যক্রমের উদ্যোগ নেয়া হলে তাও ব্যাহত হবে। এমতাবস্থায়, নদীর মধ্যে পিলারের দূরত্ব আরও বৃদ্ধি করে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি উত্থাপন হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version