জানুয়ারি ২৪, ২০২৩
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহŸান
প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত (ক-গ্রæপ: প্লে থেকে দ্বিতীয় শ্রেণি, খ-গ্রæপ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং গ-গ্রæপ: ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত থাকবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিচারকদের মতামতের ভিত্তিতে বিকাল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবি আঁকার সব উপকরণ নিজেদের নিয়ে আসতে হবে। এতে সকল ধর্মের অনুসারীরা অংশগ্রহণ করতে পারবেন। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়েছেন জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি ও সরস্বতী পূজা উদযাপন কমিটি ২০২৩ এর আহŸায়ক অমিত কুমার ঘোষ। প্রয়োজনে ০১৭২২৩৬০১২৩ মোবাইলে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। 8,641,898 total views, 6,897 views today |
|
|
|