Site icon suprovatsatkhira.com

কয়রায় দুই দোকানে আগুন

কয়র (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। মুহূর্তে দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ২ দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে কয়রা বাজারের বাবর স্যানিটারিজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় একঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সদ্য চালু হওয়া কয়রা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা প্রাথমিক ভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আর বলেন, স্টেশন পাশে থাকায় আগুন লাগার মূহুর্তেই আশ পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

একঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে একটি দোকান ও দোকানের পিছনে রাখা মালামাল পুড়ে ভস্মীভূত হয় অন্য একটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রতক্ষদর্শী সঞ্জয় মন্ডল বলেন, বাজারে একটি কাজে আসছিলাম হঠাৎ দাউদাউ করে আগুনের লেলিহান শিখা দেখে ছুটে পাশে যেয়ে দেখি প্লাস্টিকের দোকানে থাকা মালামাল সব পুড়ে ছায় হয়ে গেছে। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব ইয়াকুব আলী বলেন, আগুনে পুড়ে তার দোকানের প্রায় ১২/১৩ লাখ টাকার মামলাল আসবাব পত্র ক্ষতি হয়েছে। অন্যদিকে বাবর স্যাটিটেশনের মালিক আলহাজ্ব আঃ গনি বলেন তার দোকানের প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়ক্ষড়ি হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যাদের পাশাপাশি পুলিশ সদস্যরা আগুন নিভানোর কাজে অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version