জানুয়ারি ৩০, ২০২৩
কয়রায় ডরপের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার উপক‚লীয় উপজেলা কয়রার জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুশর-ডরপ। সোমবার বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে এনজিও সংস্থা ডরপের উদ্যোগে উপক‚লের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্রকল্পের পরিচয় ও বিভিন্ন কার্যবিবরণী তুলে ধরেন। প্রকল্প পরিচিতি সভায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ সরকার, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ গাজী, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, এনজিও সংস্থা ডরপের সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, আবু সায়েম, এনজিও প্রতিনিধি মনোতোষ বসু, নারী সংগঠক মুরশিদা খাতুন প্রমুখ। প্রকল্প পরিচিতি সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ ও আয়-ব্যয়ের বিবরণী নিয়ে গণশুনানীর আয়োজন ও বিভিন্ন বিষয়ে সংলাপ ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। যাতে কয়রার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতামত বাজেট প্রণয়নে অগ্রাধিকার পাবে। এ ছাড়া মানুষের মাঝে জন সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 8,569,647 total views, 8,352 views today |
|
|
|