Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বেশী দামে সার বিক্রি টনক নড়েছে উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সুপ্রভাতপত্রিকায় গত ১৪ জানুয়ারি তারিখে কলারোয়ায় বেশী দামে সার বিক্রি দিশেহারা কৃষক কৃষক শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় টনক নড়েছে উপজলা প্রশাসনের। সোমবার দুপুরে কলারোয়া উপজেলার সহকারি কমিশনার ভুমি তাহমিনা খাতুন নিলা ওই শিরোনামর খবরের সরসকাটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বেশী দামে সার বিক্রির অপরাধে মেসার্স সজিব এন্টারপ্রাইজের মালিক আতিয়ার রহমানকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স কুদ্দুস এন্টারপ্রাইজে সারের বিক্রি মূল্য তালিকা না থাকায় ওই আইনের ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসন মিয়া,সহকারি কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, জয়নগর ইউনিয়ন কৃষি উপ-সহকারি কর্মকর্তা তাপস কুমার মজুমদার, সুব্রত কুমার ষোষ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version