Site icon suprovatsatkhira.com

আশাশুনির বড়দলে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বড়দল ইউনিয়নে মৎস্যজীবীদের সাথে ‘অবৈধ জাল ব্যবহার হতে বিরত থাকা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বড়দল গ্রামের জেলে পল্লীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ প্রচারণা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অর্ধ শতাধিক মৎস্যজীবী নারী পুরুষের অংশগ্রহণে সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার।
তিনি বলেন-মাছের প্রজনন নিশ্চিত করতে সরকারি বিধি মোতাবেক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪ টি ধাপে নদীতে অবৈধ বেহুন্দী জাল, কারেন্ট জাল, চর ঘেরা জাল, ভারতীয় নেট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই জাতীয় স্বার্থে সরকারি নির্দেশনা মেনে নিষিদ্ধ দিনগুলোতে উপজেলার সকল মৎস্যজীবীকে নদীতে অবৈধ জাল ব্যবহার হতে বিরত থাকতে তিনি আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version