Site icon suprovatsatkhira.com

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে পুজার আয়োজন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ : কলেজের আয়োজনে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সর্বসাধারণ অংশ নেন।

পূজা পরিচালনা করেন অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, অনুষ্ঠানের আহŸায়ক প্রভাষক মাখন লাল দফাদার, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যাদেবীর বাণী অর্চনা করা হয়েছে। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ পুজার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী প্রমুখ অনুষ্ঠানে যোগদান করেন।
এছাড়া উপজেলার বহু কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন গ্রামে ধুমধামের সাথে পূজা অনুষ্ঠিত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version