জানুয়ারি ২৯, ২০২৩
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে পটগান
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটগান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে রাইট যশোরের সহযোগিতায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বাস্তবায়নে, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্ট (কোইকা) এর অর্থায়নে এ পটগানের আয়োজন করা হয়। রূপান্তর থিয়েটার দল ব্যবস্থাপক সুজয় কুমার দাশের সঞ্চালনায় পটগাট পরিবেশন করেন রূপান্তর, খুলনার শিল্পীবৃন্দ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন। নিরাপদ বিদেশ যেতে করনীয়, মানব পাচার প্রতিরোধে করনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্বলিত পটগান পরিবেশ করেন থিয়েটারের শিল্পী সমীরণ বিশ্বাস, স্বপন রায়, বাসুদেব বিশ্বাস, সুজয় কুমার দাশ, আখি আক্তার, নিবেদিতা মন্ডল, সেজুতি মন্ডল, জেনিথ বাড়ই প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় নিরাপদ আশ্রয় সহায়তা, চিকিৎসা সহায়তা, মনোসামাজিক কাউন্সিলিং, আইনী সহায়তা, জীবন দক্ষতা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে সংযুক্তিতে সহয়তা প্রদান, বিমানবন্দরে চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা ও নিরাপদে বিদেশ যাওয়া সংক্রান্ত সব ধরণের তথ্য সহায়তাসহ ১১ প্রকারের কাজ করা হয়ে থাকে। এসব তথ্য উপস্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 8,576,987 total views, 4,757 views today |
|
|
|