নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান, সেরা স্কুলকে ও স্বেচ্ছাসেবক সম্মাননা সবশেষ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক শাহীনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের শিক্ষক মোসলেম আলী, বিপ্লব হোসেন প্রমুখ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক জুবায়ের আহম্মেদ তিনি তার বক্তব্যে বলেন, আমার সামনে যে মেধাবীরা বসে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামীর ভবিষ্যৎ ডানা ঝাপটিয়ে উড়ে ভালো ফলাফল করছেন আমরা চাই আপনারা দীর্ঘদিন ডানা ঝাপটাতে থাকেন ডানা ঝাপটানো বন্ধ হলে পাখি যেমন পড়ে যায় আপনারা ও কিন্তু পড়ে যাবেন।
আমাদের শিক্ষাবৃত্তির বয়স সবে দু’বছর আমরা শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আরো সুদীর্ঘ দিন শিক্ষাবৃত্তি কার্যক্রম চালাতে চাই। অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন। সেরা স্কুল হিসেবে বুক সেলফ উপহার পান শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা স্বেচ্ছাসেবক হিসেবে পুররষ্কার গ্রহন করেন আবিদ, স্বাধীন, ফুয়াদ এবং আল-আমিন। সব শেষ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নীলিমা জিসান এবং সঞ্চালনা করেন আশিক ও নজরুল। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে ছিলেন নাহিদ এবং মোস্তাফিজ। উক্ত অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলেন কফিভিলে এবং ট্যালেন্ট স্পন্সর নিয়তি ঘি হাউজ।