Site icon suprovatsatkhira.com

৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত

নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে মাদক মুক্ত সমাজ বিনির্মাণের অংশ হিসেবে খাজরার চেউটিয়ায় ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ জানুয়ারী) বিকালে চেউটিয়া আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসা মাঠে চেউটিয়া অগ্রনী ক্লাবের উদ্যোগে ২য় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও খেলা উপভোগ করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারমান সাইফুল ইসলাম বাচ্চু।

মফিজুল ইসলামের পরিচালনায় ও ধারাভাষ্যে এ খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য খায়রুল ইসলাম।
মোঃ রুবেল হোসেনের সার্বিক তত্ত¡াবধানে এসময় মাঠ সভাপতি দিদারুল ইসলাম,বিশেষ অতিথি সমাজ সেবক সিরাজুল ইসলাম,কালাম বিশ^াস,রবিউল ইসলাম সানা,রহমান গাজী,শাহাজান মিস্ত্রিী,কামাল হোসেন গাজী,মাফু বিশ^াস,এসএম রুকনুজ্জামান,বাবু সানা,ইউপি সদস্য মফিজুল ইসলাম,রওশনারা,সাবেক ইউপি সদস্য কবির হোসেন,আনিছুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
২য় সেমি ফাইনাল খেলা বারানসীপুর সবুজ সংঘ বনাম ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ পরস্পর মুখোমুখি হয়। নির্ধারিত ৬০ মিনিটের টান টান উত্তেজনাপূর্ন খেলায় কোন দল গোল দিতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি টাইবেক্রারে গড়ায়।

টাইব্রেকারে বারানসীপুর একাদশ কোন গোল করতে পারেনি। অপর দিকে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ ৩টি টাইব্রেকারের মধ্যে ১টি গোল দিতে পারে। ফলাফলে ২য় সেমি ফাইনালে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ ফাইনাল খেলায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে।
এর আগে ৮দলীয় মিনি ফুটবল খেলায় ১ম সেমি ফাইনালে প্রতাপনগর ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

ফলে আগামী ফাইনালে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ বনাম প্রতাপনগর ফুটবল একাদশ মুখোমুখি হবে।
প্রধান অতিথি খেলা শুরুর আগে তার স্বাগত বক্তেব্যে বলেন,আমি যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে ফিরেয়ে আনতে বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আমরা গ্রামবাসীসহ চেউটিয়া অগ্রনী ক্লাবের সদস্যেদের উদ্যোগে এ খেলাটির আয়োজন করেছি। আশা করি শান্তিপূর্নভাবে আমরা ফাইনাল খেলা পর্যন্ত শেষ করব।
এ খেলা দেখতে খালিয়া,পারিশামারী,চেউটিয়া,কাপসন্ডাসহ আশাপাশের এলাকা হতে কয়েকশ খেলা অনুরাগীরা এ খেলা উপভোগ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version