জানুয়ারি ১৩, ২০২৩
৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত
![]() নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে মাদক মুক্ত সমাজ বিনির্মাণের অংশ হিসেবে খাজরার চেউটিয়ায় ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মফিজুল ইসলামের পরিচালনায় ও ধারাভাষ্যে এ খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য খায়রুল ইসলাম।
টাইব্রেকারে বারানসীপুর একাদশ কোন গোল করতে পারেনি। অপর দিকে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ ৩টি টাইব্রেকারের মধ্যে ১টি গোল দিতে পারে। ফলাফলে ২য় সেমি ফাইনালে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ ফাইনাল খেলায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে।
ফলে আগামী ফাইনালে ডিকে রক্তরবি সমাজ কল্যান সংঘ বনাম প্রতাপনগর ফুটবল একাদশ মুখোমুখি হবে। 6,573,281 total views, 1,695 views today |
|
|
|