জানুয়ারি ১২, ২০২৩
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ ভারতীয় জেলে আটক
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশি সমুদ্র সীমানার মান্দারবাড়িয়া থেকে ইঞ্জিন চালিত বোডসহ ৪ ভারতীয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করে বলে জানান পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম। আটককৃতরা হলেন, সুবত মন্ডলের ছেলে সুদিত মন্ডল (৪৫), জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার (৪৫), গোপাল মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (৪০) ও শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)। আটককৃতরা ভারতের চরখালী বাজারের বাসতী চব্বিশ পরগনা ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের বাসিন্দা। পশ্চিম সুন্দরবনের দ্বায়িত্বরত কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, আসামিদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে শুক্রবার সাতক্ষীরা কোর্টে পাঠানো হবে। তিনি আরো বলেন, সুন্দরবনে সকল প্রকার অনিয়ম দুর্নীতি মুক্ত করতে বনবিভাগ বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি। সাংবাদিকদের সহযোগিতা থাকলে সকল অনিয়ম প্রতিহত করা সহজ হবে। 8,583,640 total views, 327 views today |
|
|
|