জানুয়ারি ১৮, ২০২৩
সিডিওর উদ্যোগে উপকূলে শীতবস্ত্র উপহার
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে হতদরিদ্র, প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে সিডিওর প্রধান কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এর আগে সিডিও শ্যামনগর উপজেলা ইউনিটের আহŸায়ক মো. ফজলুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিডিও ইয়ুথ টিমের সাবেক সভাপতি ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ। এদিকে, হাড় কাঁপানো শীতে সিডিওর কম্বল পেয়ে খুশি বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দারা। তারা সিডিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কলবাড়ী জেলে পাড়ার বাসিন্দা মুগলী দাসী বলেন, আমরা গরিব। অসহায় মানুষ। আমাদের এখানে এসে হাতে হাতে সিডিওর ভাইয়েরা কম্বল তুলে দিয়েছেন। এতে আমরা খুশি। কম্বল পেয়ে সিডিওর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন দাতিনাখালী গ্রামের বাসিন্দা বৃদ্ধা সিরাজুল ইসলামও। তিনি বলেন, যেসময়ে আমাদের শীতবস্ত্র দরকার, ঠিক সেসময় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর স্বেচ্ছাসেবকরা কম্বল তুলে দিয়েছেন আমাদের। কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন সিডিওর প্রোগ্রাম অফিসার মো. মাহফুজুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি মো. আব্দুল করিম তুফান, সাধারণ সম্পাদক গোপাল গাইন, মো. রুবেল হোসেন প্রমুখ। 8,412,790 total views, 943 views today |
|
|
|