নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৬ মাসের ডিপ্লোমা ইন লাইভস্টক এন্ড ভেটেনারী ট্রেনিং কোর্স শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো ভেটেনারী অ্যান্ড মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট।
এ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা কমার্স কলেজের মিলনায়তনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে সিট ফাউন্ডেশন সাতক্ষীরার আঞ্চলিক পরিচালক মোঃ আফছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী ওয়াজেদ আলী কলেজের অধ্যক্ষ নাজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমার্স কলেজ এর অধ্যক্ষ সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ, ইঞ্জিনিয়র মোঃ সাদিকুর ইসলাম, নাভানা কোম্পানির এরিয়া ম্যানেজার বাহাদুর হোসেনের, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির ১ম ব্যাচে ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/