জানুয়ারি ৩১, ২০২৩
সাতক্ষীরায় দুইপক্ষের সংঘর্ষে বিএনপির প্রস্তুতি সভা পন্ড
![]() নিজস্ব প্রতিনিধি: চড়, কিল, ঘুষি, লাথি আর চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে পন্ড হয়ে গেছে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা। আজ মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শহরের আমতলা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
প্রস্তুতি সভা পন্ড হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তা দলের জন্য অশনি সংকেত। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকার পক্ষ এটা নিয়ে হাসিতামাশা করবে।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম জানান, তিনি এমন কোন বক্তব্য দেননি যা অন্য একটি পক্ষের বিরুদ্ধে যায়। বিএনপির ওই পক্ষটি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলেও জানান তিনি। 5,926,679 total views, 88 views today |
|
|
|