Site icon suprovatsatkhira.com

সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখার দাবিতে চালকদের কর্মবিরতিতে দূর্ভোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার চালকরা। সোমবার দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে অ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।

অ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্ম চারিরা। রাস্তার পাশে অ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছেন তারা। আগের মতো হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখার দাবিতে আজ দুপুর থেকে তারা এ কর্মবিরতি পালন করছে।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান,তার কাছে তারা কোনো দাবি নিয়ে আসেননি। কর্মবিরতির বিষয়ে তিনি কিছুই জানে না বলে জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version