জানুয়ারি ১৯, ২০২৩
সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ’র অফিস রুমে সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর আয়োজনে সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা জমিয়াতুল মোদার্রেছীন’র সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন, সদর উপজেলা সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সুপার মাওলানা মো. আব্দুল লতিফ, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাংগঠনিক সম্পাদক সুপার মো. আব্দুল্লাহ, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহ, উপাধ্যক্ষ মো. বদিউজ্জামান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রায়হানুল কবির, আগরদঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. শফিকুল হাসান প্রমুখ। সাধারণ সভায় নতুন শিক্ষাক্রম বিষয়, নতুন বছরের বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয় এবং বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়। এসময় জমিয়াতুল মোদার্রেছীন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সেক্রেটারী মাওলানা মো. জালাল উদ্দীন। 8,223,947 total views, 3,939 views today |
|
|
|