জানুয়ারি ৫, ২০২৩
শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগ সভাপতি আশিক
![]() নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড শীতে কাঁপছে সারা দেশ। শীতের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। প্রচন্ড শীতে গরম কক্ষে বসে না থেকে গভীর রাতে সাতক্ষীরা শহরের অসহায় মানুষের শীতের পোষাক পৌছে দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। বুধবার রাতে দু একজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগ নেতা খায়রুল্লাহ আরাফাতসহ অন্যান্য ছাত্রলীগকর্মীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অসহায় মানুষের জন্য কাজ করতেন। সেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে এ তীব্র শীতে আমি ঘরে বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর সেই আদর্শ কে বুকে লালন করে যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। বাংলাদেশ ছাত্রলীগ অতীতের মানুষের পাশে ছিলো। ভবিষ্যতেও পাশে থাকবে। 5,686,709 total views, 1,628 views today |
|
|
|