জানুয়ারি ৯, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির সভাপতি- মো. আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, সহ-সভাপতি এম বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক মো. রাহাত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শিমুল, কোষাধ্যক্ষ মো. আব্দুস সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, নির্বাহী সদস্য- মীর মোস্তফা আলী, মো. আব্দুর রহিম, মাহফিজুল ইসলাম আককাজ, সদস্য সৈয়দ সাদিকুর রহমান, শেখ কামরুল ইসলাম, মো. রিজাউল করিম, সৌরভ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান এবং বলেন, আজকের এই উদীয়মান তরুণ সাংবাদিকরা সফলতা অর্জন করে তাদের সঠিক স্থলে পৌঁছাবে। কারণ এই মাঠ পর্যায়ের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলেছে। এদের হাত দিয়েই ডিজিটাল বাংলাদেশ একদিন স্মার্ট বাংলাদেশে রুপ নেবে” এসময় সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 5,726,311 total views, 3,771 views today |
|
|
|